রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৫

কুড়িগ্রামের উলিপুরের পান্ডুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

0Shares

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৬-০৯-২৫ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে । আজ পান্ডুল ইউনিয়নের খোঁচাবাড়ী ্হাইস্কুল মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগ এর সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক । পান্ডুল ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোক্তার আলীর সভাপতিত্বে  এসময় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন মন্ডল , দেওয়ান নুরে-চ্ছাবা ষ্টার ও জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রিবৃন্দ ।এসময় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্বে ছিলেন পান্ডুল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: তাজমুল হুদা সুমন। এসময় প্রধান অতিথি বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক জানান বিএনপি শহীদ জিয়াউর রহমানের আর্দশে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে ।আগামী সংসদ নির্বাচনে জনগণের সংখ্যাগরষ্ঠি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি পালামেন্ট গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। অন্যান্য বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ।

0Shares

শেয়ার করুন