বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:১৪

লস এন্জেলসে জমকালো আয়োজনে গ্রীষ্ম বরণ উৎসব পালিত

0Shares

শরীফুল হক :  গত ৩১শে আগস্ট ২০২৫, রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘লিটল ঢাকা চত্তর’-এ অনুষ্ঠিত হয়ে গেলো বহুল প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক আয়োজন “গ্রীষ্ম বরণ উৎসব ২০২৫”। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত শিল্পী এবং ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায়। প্রখর গ্রীষ্মেও মাতোয়ারা প্রবাসী বাঙালিরা: গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করেও বিকেল ৪টা থেকেই প্রবাসী বাঙালিদের ঢল নামে অনুষ্ঠানস্থলে। একসময় ছোট্ট লিটল ঢাকা চত্তর রূপ নেয় এক বাঙালিয়ানায় ভরপুর মিলনমেলায়। নানা বয়সের দর্শকের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। জমকালো সূচনা ও অনুষ্ঠান পরিক্রমা: জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরীর সঞ্চালনায় এবং কণ্ঠশিল্পী আফরোজ লাকির গানে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করা হয়েছিল: প্রথম পর্ব: স্থানীয় শিল্পীদের পরিবেশনা: প্রথম পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সঙ্গীত, কবিতা ও নৃত্যের এক সমন্বিত আয়োজন। উল্লেখযোগ্য পরিবেশনায় ছিলেন: • কবিতা: মনির খাঁন • সঙ্গীত: শাহী আমনা, এনটিভির ক্লোজআপ ওয়ান খ্যাত এপোল হাফিজুর রহমান, কাবেরী রহমান, আদনান খান, পাপড়ী সরকার • নৃত্য: অহনা রহমান, সিমরান, উপমা চৈতি দ্বিতীয় পর্ব: বিশেষ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা: দ্বিতীয় পর্বে দর্শকরা উপভোগ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর দাস এবং ব্যান্ড ‘ফিডব্যাক’-এর জনপ্রিয় শিল্পী রুমেল খাঁন-এর দুর্দান্ত পরিবেশনা। তাঁদের গানে মুখরিত হয় পুরো লিটল ঢাকা চত্তর। আজীবন সম্মাননা: সৈয়দ এম হোসেন বাবু, এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ এম হোসেন বাবুকে। বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের আন্তরিকতা: গ্রীষ্ম বরণ উৎসবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল হক রাজু এই আয়োজন সফল করতে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন। তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মারভিন অধিকারী রুপম,অনুষ্ঠানকে সার্থক করে তুলতে যাঁরা সামনে ও পিছনে থেকে নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কণ্ঠশিল্পী আদনান খান, এহতেশামুল হক শ্যামল, মোহাম্মদ রকি, আরিফুল ইসলাম নিরব, আরফান নিলয়, আদিয়ান হক এবং সাবরিনা হক সিমু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁদের প্রত্যেকের সহযোগিতা ও সৃষ্টিশীল অংশগ্রহণে অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা।

0Shares

শেয়ার করুন