
আলম খান : শ্রমজীবী মানুষের কোলাহলে মুখর শিবপুর উপজেলা কার্যালয়ে গত ৩০শে আগস্ট, বাদ মাগরিব অনুষ্ঠিত হলো ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) শিবপুর উপজেলা শাখার কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথির আসনে ছিলেন শাখার উপদেষ্টা আমজাদ হোসেন দুলাল মাস্টার। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা কাদির কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন খান, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক ও ব্যবসায়ী শফিকুল ইসলাম মৃধা, এবং স্থপত্য ও অঙ্কনের সুমন রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়াসহ আরও অনেকে। পরিচিতি পর্ব শেষে উপদেষ্টারা মিলেমিশে সকল শ্রমিকদের হাতে আইডি কার্ড তুলে দেন। শ্রমিকের ঘামে গড়া প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আসলে সভ্যতার চিত্রপট। আর সেই ঘামে লেখা থাকে স্বপ্ন—নিজের পরিবারের, সমাজের, এমনকি পুরো দেশের। এই সভায় যেনো প্রতিধ্বনিত হলো শ্রমের গান, সংগ্রামের অঙ্গীকার। শিবপুরের আকাশে তখন সন্ধ্যার লাল আলো, আর কার্যালয়ের উঠানে শ্রমজীবী মানুষের চোখে ছিলো গর্বের দীপ্তি— “আমরাই তো গড়ি ইমারত, আমরাই তো গড়ি দেশ।”