বেঞ্জামিন রফিক : জনপ্রতিনিধি শব্দটির প্রকৃত অর্থ কী, তার এক মূর্ত প্রতীক ছিলেন আদিয়াবাদের মাটি ও মানুষের নেতা, হাজী ইসমাঈল হোসেন। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি যে সততা, স্বচ্ছতা ও নির্লোভ মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ও স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
এমন এক সময়ে, যেখানে সরকারি অর্থ আত্মসাতের খবর প্রতিনিয়ত আমাদের হতাশ করে, সেখানে তিনি ছিলেন স্রোতের বিপরীতে চলা এক অকুতোভয় নাবিক। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পর যে অর্থ উদ্বৃত্ত থাকত, তা তিনি অবলীলায় ফিরিয়ে দিয়েছেন সরকারি কোষাগারে। এই কাজটি কেবল একটি প্রশাসনিক স্বচ্ছতার উদাহরণ নয়, এটি এক মহৎ নৈতিকতার বিজয়। বাংলাদেশে এমন নজির অদ্বিতীয়!
তিনি তাঁর কাজের মাধ্যমে শিখিয়ে গেছেন যে, ক্ষমতা মানে ভোগ নয়, বরং তা জনগণের আমানত রক্ষার এক পবিত্র দায়িত্ব। তাঁর এই নির্লোভ কীর্তি শুধু আদিয়াবাদের মানুষের জন্য নয়, বরং সারাদেশের সকল জনপ্রতিনিধির জন্য এক অনুসরণীয় আদর্শ ও চিরন্তন অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।