
শাহ আলী বাচ্চু জামালপুর ।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সভায় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মত একটি রাজনৈতিক দল স্বৈরাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসনের কারণে আজ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। সে জন্য এখন বাংলাদেশের মানুষ বিএনপি নামক একমাত্র রাজনৈতিক দলের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জামালপুর শহীদ সাফওয়ান আক্তার সদ্য অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডভোকেট ওয়ারেছ আলী মামুন নির্বাচন প্রসঙ্গে বলেন,এখন বাংলাদেশের মানুষ আগামী দিনে দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সঠিক পথচলা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। যদি বিএনপি আগামী দিনে পথচলায় ভুল করে, যদি বিএনপির নেতাকর্মীরা ভুল করে, তাহলে রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বে না, এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে। তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসনের অবসান একদিকে যেমন এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে, বিএনপিকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, একইভাবে আওয়ামী দুঃশাসনের এই অবসান বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা যদি সেই শিক্ষা নিয়ে চলি, তাহলে আমাদের কেউ ভুল ধরতে পারবে না। আর যদি আওয়ামী দুঃশাসনের মতো আমরাও একই ভুল করি, তাহলে আমাদের পরিণতিও একই হবে। কিন্তু আমরা সেই ভুল করতে চাই না। তিনি আগামী দিনে নেতাকর্মীদের জনগণের কথা চিন্তা করে পথচলার আহ্বান জানান। জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে সাধারণ সভা প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন। অনুষ্ঠিত এ সাধারণ সভায় বিএনপির সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপিরসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার বিএনপির সাধারণ সভায় সভাপতিত্ব করেন শফিউর রহমান শফি জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি । সভায় সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো, আহসানুল হক রুমেল , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব সফিকুল ইসলাম সজীব, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুণ,মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম এছাড়াও ১৫ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।অনুষ্ঠিত এ সভার আয়োজনে বিএনপির সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপিরসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।