
কাজী শহীদ: পূবাইল বাজার থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত পুরো রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক। বিশেষ করে মৃধা বাড়ি সংলগ্ন স্থানে ভাঙ্গনের কারণে পথ চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই বেহাল রাস্তাটি দিয়ে প্রায় ৩০টি গ্রামের মানুষ চলাচল করে, যার মধ্যে সাপমারা, বেপারিপাড়া, বড়াদল, নয়ানীপাড়া, বসুগাঁওসহ বহু গ্রাম রয়েছে। অবশ্যই রাস্তার এই ধসা ও ভাঙ্গনের কারণে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসির অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের কোনো কাজ না হওয়ায় পথ চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত এই পুরো রাস্তার সংস্কার না করা হয়, তাহলে এলাকার মানুষদের দৈনন্দিন যাতায়াত ও বিশেষ করে স্কুলে যাওয়া-আসা বন্ধ হয়ে যেতে পারে, যা শিক্ষাব্যবস্থাকেও ব্যাহত করবে।
এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণে আহ্বান জানিয়েছে ভূক্তভোগী এলাকাবাসী ।