বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:০২

ইসলামপুর হাফিজ পাঠাগারের পক্ষ থেকে ইউএনও’র নিকট স্মারক লিপি প্রদান

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরবাসীর জলাবদ্ধতা নিরসণ,পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো:তৌহিদুর রহমানের নিকট হাফিজ পাঠাগারের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২২মে) দুপুরে উত্তর কিসামতজাল্লা অবস্থিত হাফিজ পাঠাগারের পক্ষে স্বারক লিপি প্রদান করেন হাফিজ পাঠাগারের সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার। স্বারক লিপিতে উল্লেখ করা হয়, ইসলামপুর পৌরসভাটি ১৯৯৮সালে প্রতিষ্ঠা লাভকরে। বর্তমানে পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে অন্তর্ভুক্ত হলেও পৌর সভার বিভিন্ন এলাকায় পয়ঃনিষ্কাশন জলাবদ্ধতা নিরসণ,সড়কবাতি সংস্কারকরণ, পরিবেশ সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থাসহ নাগরিক সুবিধা সহজীকরণসহ নানান সমস্যা থাকায় প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। তন্মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা গুলি হচ্ছে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন জায়গায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। উক্ত দুর্ভোগ লাঘবের নিমিত্ত ড্রেইনেজ ব্যবস্থা বৃদ্ধি করা অতীব জরুরী হয়ে পড়েছে। সেইসাথে সুপেয় পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।  পৌরসভার বিভিন্ন সড়কে সড়কবাতি সরবরাহ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিদ্যমান সড়কবাতি গুলোর অধিকাংশই অকেজো। ফলে রাত্রীকালে আলোক স্বল্পতার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। উক্ত সমস্যা নিরসণের লক্ষ্যে অকেজো সড়কবাতি গুলোকে সচল করণ করা বিশেষ প্রয়োজন। কিছু কিছু জায়গায় আদৌ সড়ক বাতি স্থাপন করা হয়নি। উক্ত স্থানগুলোতে নতুন সড়কবাতি স্থাপন করা প্রয়োজন। এছাড়াও পথচারীদের নিরাপদ চলাচল ও অধিবাসীদের নিরাপদ বসবাস এর স্বার্থে রাত্রীকালীন টহল পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও প্রতিদিন হাজার-হাজার মানুষের আগমণে উপজেলা সদর মুখরিত হয়। প্রতিদিন রাস্তায় শতশত ব্যাটারি চালিত অটো চলাচল করে। এসব অটো’র জন্য নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় যত্রতত্র যাত্রী উঠানামা করানোর কারণে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনা ঘটে থাকে। এক্ষেত্রে পৌরসভার ভৌগলিক অবস্থা বিবেচনা করে কয়েকটি নির্দিষ্ট স্থানে অটোস্ট্যান্ড স্থাপন করা বিশেষ প্রয়োজন। পরিবেশ বসবাসের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। পৌরসভায় যত্র তত্র অনুমোদন বিহীন মিলকারখানাসহ পৌরসভায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। ফলে মশা-মাছির উপদ্রবে অনেক সময় জনজীবন অতীষ্ঠ হয়। এই অবস্থা উত্তোরণের জন্য বিভিন্ন স্থানে ডাস্টবিনের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাঝে-মধ্যে মশক নিধন কার্যক্রম চালু করা প্রয়োজন। এছাড়াও পৌরসভার নাগরিকদের জন্ম-মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান, প্রত্যয়নপত্র প্রদান, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ ইত্যাদি কার্যক্রমে নিয়মের মধ্যে থেকে আরও সহজীকরণ করা প্রয়োজন। স্থানীয় কলহ-বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য আদালতের কার্যক্রম জোরদার করা প্রয়োজান। যানজট নিরসনে  সুশৃঙ্খল যোগাযোগ ও শ্রমঘন্টা অপচয় রোধে পৌরসভার থানা মোড়, মাদ্রাসা মোড় ও রেল গেইটে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন অত্যন্ত জরুরী। এসব সমস্যা সমাধানে প্রশাসন ভূমিকা রাখলে একদিকে যেমন পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে পাশাপাশি বসবাসরত নাগরিকেরা তাদের কাঙ্খিত সেবা পাবে।

0Shares

শেয়ার করুন