0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে গত শনিবার (১৭মে) রাতে উপজেলায় পৌরশহরসহ বেলগাছা ও সাপধরী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চৌচালা টিনের ঘর,আধা পাকা বাড়ি লন্ড ভন্ড গাছপালা উপড়ে ফেলেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সাপধরী ইউনিয়নের জোড়ডোবা,উত্তর জোড়ডোবা,কোদালধুয়া,ভাংবাড়ি, ইন্দুল্যামারী,মন্ডলপাড়া,আকন্দপাড়া,চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচর, বয়ে যাওয়া ঘূর্ণী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান,গতকাল রাতে প্রবল ঘূর্ণীঝড়ে বাড়ি ঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, মন্নিয়া,সিন্দুরতলী,শিলদহ,বরুল এলাকায় লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।
0Shares