
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার তরুণ সংবাদকর্মী গোলাম রাব্বানী—প্রমাণ করে দিচ্ছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে অল্প জায়গায়ও গড়া যায় সাফল্যের গল্প।
তিনি চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খবিরুল হকের ছেলে। এব্য রামগতি উপজেলার খবরপত্র পত্রিকার প্রতিনিধি।
২০২২ সালে শখের বসে মাত্র ১০টি জামরুল গাছ রোপণ করেন তিনি তার প্রতিষ্ঠিত “সাইরাহ এগ্রো”-তে, যা অবস্থিত ৮ শতক জমিতে। পরের বছর থেকেই গাছগুলো ফলন দিতে শুরু করে।
২০২৩ সালে তিনি প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার জামরুল বিক্রি করেন।
আর ২০২৪ সালে তার প্রত্যাশা, এই ফলন পৌঁছাবে ৩ থেকে ৪ লক্ষ টাকায়।
প্রতিটি গাছে গড়ে ২০-২৫ মণ পর্যন্ত ফলন হয়েছে।
ব্যবসার পাশাপাশি মানবিক দিকটিও অনুকরণীয়, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বিনামূল্যে জামরুল বিতরণ করেছেন তিনি।
গোলাম রাব্বানীর এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সফলতাই নয়, বরং স্থানীয় তরুণদের কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য এক বাস্তব অনুপ্রেরণা।
তিনি বলেন, চাইলে সবাই কিছু না কিছু করতে পারে। জায়গা ছোট হলেও পরিকল্পনা আর আগ্রহ থাকলে সাফল্য আসে।
এমন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ।