রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:০৮

গোমস্তাপুরে  বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

0Shares

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পল্লী বিদ্যুৎ এর বিদ্যুতায়িত একটি খুঁটিতে হাত লেগে বিদ্যুতপৃষ্ট হয়ে শরিফুর ইসলাম (৪৫) নামের এক ওয়েলডিং
মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে ) বেলা সাড়ে ১১দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্বব্রহ্মণ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পূর্বব্রহ্মণ গ্রামে হ্যাপি হার্ট লিমিটেড এর পরিচালক মেজবাউর রহমান অপুর লিজ নেওয়া আমের বাগানে একটি নির্মাণাধীন ঘরে কাজ করতে আসেন ওয়েল্ডিং মিস্ত্রি শরিফুল ইসলাম। এসময় নির্মাণাধীন ঘরের পাশে পল্লী বিদ্যুৎ এর লাইনের পিলারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শরীফুল। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন I নিহত শরীফুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার  রহমতপাড়া গ্রামের মৃত হাাসেন উদ্দিনের ছেলে । সে পেশা ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0Shares

শেয়ার করুন