
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ও সংশ্লিষ্ট আইনে দোষী সাব্যস্ত করে পাঁচটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা।
বুধবার উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যথাক্রমে মেসার্স তিশা ব্রিকস, মেসার্স রিয়াজ ব্রিকস,মেসার্স আমরী ব্রিকস, মেসার্স রফিক ব্রিকস – ১ ও মেসার্স রফিক ব্রিকস-২- এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট ভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা এডি মো. হারুনর রশীদ, স্থানীয় থানা পুলিশ সদস্য আনসার সদস্য , সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন যোগাযোগ প্রতিদিনকে বলেন,‘অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে পাঁচ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।