শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৪৩

সংবাদ প্রকাশের পর খোঁজ মিলেছে বুদ্ধি প্রতিবন্ধী সুজনের

19Shares

২৯ এপ্রিল মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় কমলনগরের মো. সুজন (২৬) নামে  এক বুদ্ধি প্রতিবন্ধী  যুবক। একইদিন রাতে নিখোঁজ সুজনকে খুঁজে পেতে যুগান্তর ও যোগাযোগ প্রতিদিনের  অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়। এরপর বুধবার (৩০ এপ্রিল) বিকেল চারটার দিকে জেলা সহরের উত্তর তেমুহনী এলাকায় তার সন্ধান পাওয়া যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোক গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সুজনকে খুঁজে পাওয়ার বিষয়টি তার বড় ভাই শিক্ষক মো. সোলাইমান নিশ্চিত করে যুগান্তর ও যোগাযোগ প্রতিদিনের প্রতি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

সুজনের বড় ভাই শিক্ষক সোলাইমান জানান, গতকাল  মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বেড় হয় সুজন। এরপর বেলা বাড়লেও সে বাড়ি ফিরে আসেনি। সারাদিন আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে যুগান্তর ও যোগাযোগ প্রতিদিন সুজনকে খুঁজে পেতে সংবাদ প্রকাশ করে সহযোগিতার হাত বাড়ান ।

মুলত সংবাদ প্রকাশের পর জেলার চন্দ্রগঞ্জ এলাকার এক মাইক্রো গাড়ির চালক ওই এলাকার একটি জামে মসজিদে সুজনকে  দেখতে পেয়েছেন বলে মোবাইল ফোনে জানান।

পরে তার দেওয়া ঠিকানা অনুযায়ী সুজনকে খুঁজে পাওয়া যায়।
সুজন উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকার চকুমিয়ার বাড়ির শাহ আলমের ছেলে।

19Shares

শেয়ার করুন