লক্ষ্মীপুরের রামগতি উপজেলা দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সারোয়ার মিরনের শ্বশুর মো. আবদুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক সাভার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি ঢাকার সাভারে ব্যবসা করতেন।
পরে রাতে তাকে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম নিজ বাড়ীতে আনা হয়। মৃত আব্দুল হামিদ ওই এলাকার মৃত মুজিবল হকের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (৫ এপ্রিল) শনিবার সকাল নয়টায় নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় তাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন তাহেরী, কমলনগর প্রেসক্লাব সদস্য সচিব ও কালেরকন্ঠ প্রতিনিধি আমানত উল্যাহ।