ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরের ঐতিহ্যবাহী বাবুরবাড়ি জমিদার বাড়িতে শনিবার(২৫ জানুয়ারী) সকাল ১০টায় সাহিত্য পরিষদ সদরপুরের আয়োজনে ও ব্যবস্থাপনায় এক কবি সাহিত্যিক সম্মেলন কলাপাতা সাহিত্যে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কথা সাহিত্যিক গাঙ্গচিল বাবুর সভাপতিত্বে আজগর আলী ফাউন্ডেশন, কাউলীবেড়া, ভাঙ্গা, ফরিদপুর, সদরপুর কন্ঠ চয়ন, সদরপুর, ফরিদপুর, চরভদ্রাসন লেখক পরিষদ, চরভদ্রাসন, ফরিদপুর, সাধারণ নাগরিক সমাজ, ভাঙ্গা, ফরিদপুর এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলো থেকে আগত কবি সাহিত্যিকের পদচারনায় মুখরিত হয়ে উঠে বাইশরশি জমিদার বাড়ি।
ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কবিগণ তাদের স্বরচিত কবিতা ছাড়াও বিভিন্ন কবির কবিতা, ছড়া এবং প্রবন্ধ আবৃতি করেন।
উক্ত অনুষ্ঠানে কবিতাই বক্তব্ “ শিরোনামে কবিগন পালাক্রমে বিরতিহীন কবিতা পাঠ করেন। কাউকে কোনো বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। এ সময় আগত কাব্যপ্রেমী দর্শক ও অতিথিবৃন্দ ঐতিহ্যবাহী জমিদার বাড়ির মনভোলানো সৌন্দর্য্য উপভোগ করেন । অনুষ্ঠানে ভারত বিচিত্রা’র সম্পাদক অরবিন্দু চক্রবর্তী, বিপুল সংখ্যক কাব্যপ্রেমী ছাড়াও কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।
কথাসাহিত্যিক গঙ্গচিল বাবু তার বক্তব্যে বলেন- “দ্রুত বের হয় কষ্ আর ধীরে বের হয় রস” আমরা কয়েক বছর যাবৎ এই কলাপাতা সাহিত্য উৎসব আয়োজন করে আসছি। ক্রমেই আমাদের এই আয়োজনে সাড়া পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কবি সাহিত্যিকদের। সকলের সহযোগীতা পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো।
দুপুরে সকল কবি সাহিত্যিকগণ মাটিতে বসে কলাপাতায় খিচুড়ি খাওয়ার মধ্যদিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠান সমাপ্ত হয়।