
আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ মঙ্গলবার বিকেলে মুফতি রফিকুল ইসলাম মাদানীর নৃত্বতে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি মাসুম পুর হয়ে টঙ্গী থানায় পযর্ন্ত যায় বৃক্তা মুফতি রফিকুল ইসলাম মাদানী বলেন আমারা যখন রাতে মাহফিল শেষ বাড়িতে ফেরার পথে টঙ্গী ও গাজীপুর ডাকাত ও ছিনতাই হাত থেকে কেহ রেহাই পাচ্ছি না প্রশাসনকে বলার পরও কোন ভালো ফলাফল পাচ্ছিনা তিনি আরো বলেন আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে পতন করেছি এখন আমাদের দেখে আওয়ামী লীগের অনেকে ডাকাতি ছিনতাই দেখে হাসেন কারণ এখন যা অপরাধ হলে তা আমাদের উপরে বর্তায় তিনি বলেন যদি প্রশাসন ডাকাতি ছিনতাই বন্ধ করতে না পারে তাহলে আমরা জাতীয় ভাবে আন্দোলনে ডাক দিব। বিক্ষোভ মিছিলটি শেষ করে টঙ্গী পূর্ব থানার তদন্ত ওসি কাছে অভিযোগ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুফতি হাফিজুল্লাহ কাসেমী, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা আবদুস সালাম, মাওলানা নূর মোহাম্মদ,মাওলান তানভীর খান মাহমুদ প্রমুখ।