শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:০৩

ইসলামপুরে দশআনি নদী থেকে মরদেহ উদ্ধার

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে চরগোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশআনি নদী থেকে এক পুরুষ অজ্ঞাত (৫৫) বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এই বিষয়ে ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের এসআই সুরুজ আলী জানান, খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করি। মরদেহটি সুরতহাল প্রস্তুত করা হয়েছে।পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares

শেয়ার করুন