মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৮

পূবাইলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0Shares

কাজী শহীদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরেরবাজার আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন, পূবাইল থানা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল এবং সঞ্চালনা করেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মজিবুর রহমান কাজল ও পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যুৎসাহী সদস্য তাইজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মনসুর আলী, থানা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন খোকন, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান, আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোল্লা রিয়াদ হোসেন, পূবাইল বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, এবং মারুকা নাইস কিন্ডারগার্টেনের পরিচালক উবায়দুল্লাহ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পূবাইল থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

0Shares

শেয়ার করুন