মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৪

ইসলামপুরে পৃথক পৃথকভাবে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর)সকালে উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ভার্চুয়ালি বক্তব্য দেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী। অনুণ্ঠানে প্রধান বক্তা ছিলেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান (লুলু)। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,এ কে এম শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির হোসেন বিপুল মাষ্টার,সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বটতলা চত্বরে পথসভায় মিলিত হয়। অপরদিকে দুপুরে ইসলামপুর উপজেলায় অডিটরিয়াম মাঠে আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে আরও একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়াম মাঠে গিয়ে সমাপ্ত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নে যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

0Shares

শেয়ার করুন