বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:২৬

রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মীর তানভীর আহমেদ

0Shares

মীর তানভীর আহমেদকে লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১৪ অক্টোবর মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই ছিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গভর্নিংবডির সভাপতি হিসেবে অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নিং বডির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে দুই বছরের জন্য মীর তানভীর আহমেদকে রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ঘোষণা করা হলো।

মীর তানভীর আহমেদ রামগতি উপজেলার ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান ও একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। তার বাবা মীর খবির মিয়া একজন গন্যমান্য ব্যক্তি। শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে মীর তানভীর আহমেদ এলকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার সুদক্ষ নেতৃত্বে রামগতি আহমদিয়া কলেজ এগিয়ে যাবে বলে আশাবাদী এলাকাবাসী। নতুন সভাপতিকে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অভিনন্দন জানান।

0Shares

শেয়ার করুন