বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২

শিবপুরে পূজা মণ্ডপে সম্প্রীতির বার্তা আকরামুল হাসান মিন্টু মোল্লার হাতে শারদীয় উৎসবে অনুদান ও ভালোবাসা

0Shares

আলম খান :  শারদীয় দুর্গোৎসব—বাংলার প্রাণের উৎসব। মন্দিরের সামনে ঝলমলে আলো, ঢাকের বাদ্য, সিঁদুরের রঙ আর ভক্তিময় গান ভেসে বেড়াচ্ছে চারপাশে। ঠিক এই আবহে নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু মোল্লা এসে দাঁড়ালেন জয়নারগর ইউনিয়নের পূজা মণ্ডপগুলোয়। আজকিতলার তিনটি মণ্ডপ, মৈশারটেক, কামরাব পালপাড়া, ঋষিপাড়া ও কামরাব পূর্বপাড়ার পূজা মণ্ডপে গিয়ে তিনি ভক্তদের খোঁজখবর নিলেন, কুশল বিনিময় করলেন। উৎসবের রঙে মিশে গেল তার আন্তরিক হাসি, তার হাতে তুলে দেওয়া নতুন বস্ত্র, প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত অনুদান। মানুষের ভিড়ের মাঝে তিনি বললেন— “আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন—সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আপনারা নির্ভয়ে, আনন্দঘন পরিবেশে পূজা পালন করবেন। কোনো কুচক্রী মহল আপনাদের শান্তি বিনষ্ট করতে পারবে না। সে জন্যই আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি।” তার কণ্ঠে ছিলো আশ্বাসের দৃঢ়তা, চোখে ছিলো সম্প্রীতির দীপ্তি। উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। কেউ কেউ বললেন—“এমন সময়োপযোগী সহানুভূতি আমাদের উৎসবকে আরও আনন্দময় করে তোলে।” মণ্ডপে ঝুলন্ত আলো আর মানুষের মুখে সন্তুষ্টির ছায়া একসঙ্গে যেনো সাক্ষ্য দিলো—ধর্ম যার যার, উৎসব সবার। শিবপুরের আকাশে সেদিন শুধু পূজার ঢাকের আওয়াজ নয়, ভেসে বেড়াল সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুরেলা গান।

0Shares

শেয়ার করুন