বুধবার, ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:১৯

নাটোরে দুর্গোৎসবে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ১৩৯ পূজা মণ্ডপে আর্থিক উপহার বিতরণ

0Shares

আসাদুজ্জামান লিটন, নাটোর : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নাটোর জেলায় পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও উৎসবমুখর করতে বিএনপির পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। নাটোর-২ (সদর ও নলডাঙ্গা উপজেলা) আসনের মোট ১৩৯টি পূজা মণ্ডপে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও আর্থিক উপহার পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ মণ্ডপের পক্ষ থেকে এ উপহারের অর্থ গ্রহণ করেন। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে শহরের দত্তপাড়া মহল্লায় জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা মো. আবুল কাশেমের নিজস্ব বাসভবনে উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে উপহারের অর্থ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক গুলমেরাজ হ্যামলেট, জেলা যুবদলের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মালেক, যুগ্ম সম্পাদক তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম এবং এনএস সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি নেতা মোঃ আবুল কাশেম। তিনি বলেন, “বিএনপি সব ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন—শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশে উদযাপিত হয়। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন, যাতে কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।” তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। এই বিশ্বাস থেকেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।” আবুল কাশেম আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব জাতির জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি বলেন, “পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আমাদের সংস্কৃতির চিরন্তন অংশ। তাই এই ঐতিহ্য অটুট রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি পরিবার সবসময়ই এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।” তিনি স্মরণ করিয়ে দেন যে, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচিতেও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর নির্দেশনায় বিএনপি পরিবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদের আনন্দ ও দুঃখ ভাগাভাগি করতে বদ্ধপরিকর। নাটোরের স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় বিএনপি নেতৃবৃন্দের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

0Shares

শেয়ার করুন