
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। রবিবার(২৮সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা জামালপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নুর ইসলাম নুর, শাকিল হাসান ও লালন মিয়া। এ সময় বক্তারা অভিযোগ করেন,বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্ট আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। তিনি আওয়ামী পরিবারের বিস্বস্ত হাতিয়ার হিসেবেও কাজ করতেন। বর্তমান সময়ে আওয়ামী পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন এই নেতা। ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাপ্পী।