বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:২৮

জামালপুরে ফুটবল প্রতিযোগিতায় খেলার হামলায় একাডেমীর খেলোয়াড়রা আহত

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ গ্রীষ্মকালীন আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতায় জামালপুর সদর উপজেলার শরীফপুর জোনের খেলা শুরু হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেলে নান্দিনা মডেল একাডেমীর সাথে খেলা ছিল শরীফপুর উচ্চ বিদ্যালয়ের। নির্ধারিত খেলাটি অমীমাংসিত থাকলে ট্রাই বেকারে খেলাটি গড়ায়।  উভয় দল পাঁচটি করে শর্ট নেওয়ার সুযোগ লাভ করে। এরমধ্যে নান্দিনা মডেল একাডেমি ৩টি গোল করে। পাশাপাশি শরীফপুর উচ্চ বিদ্যালয় একটি গোল করতে সমর্থ হয়। ট্রাইবেকারে শরিফপুর উচ্চ বিদ্যালয় পরাজিত হওয়ার সাথে সাথে শরিফপুর স্কুলের সমর্থকরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে নান্দিনা মডেল একাডেমী খেলোয়াড়দের উপর হামলা চালায়।  এতে খেলোয়াড় সহ মডেল একাডেমীর ১০-১২ জন সমর্থক আহত হয়। আহতদের মধ্যে রাশেদুল,রাহাতুল, মিরাজ,আরিফ  মনির,লিমনকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।  এ প্রাসঙ্গের নান্দিনা মডেল একাডেমীর প্রধান শিক্ষক রুহুল আমিন মুক্তা জানান, ট্রাই বেকারের শরীফপুর উচ্চ বিদ্যালয় পরাজিত হওয়ার সাথে সাথে তাদের সমর্থক খেলোয়াররা আমাদের খেলোয়ার ও সমর্থকদের উপর হামলা চালায়। এই হামলায় আমার ১০-১২ জন ছাত্র ও খেলোয়াড় আহত হয়েছে। এ ঘটনায় আমি ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি।

0Shares

শেয়ার করুন