সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪

ইসলামপুরে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সব্জী চাষ ও ফসলী জমি : বিপাকে কৃষকরা

11Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ পানি নিষ্কাশন প্রতিবন্ধকতার কারণে জামালপুরের ইসলামপুর পৌর শহরে টংগের আলগা গ্রামে বৃষ্টি হলেই এলাকার কৃষকের প্রায় ৫০বিঘা ফসল ও সব্জীর চাষের জমি জলাবদ্ধতা হয়ে পড়ে। এতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ভোক্তভোগী কৃষকদের অভিযোগ,তারা বহু বছর ধরে তাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে আসছে। গত ৬/৭ বছর ধরে পানি নিষ্কাশনের পথ দিয়ে একই এলাকার লতা সেখ ও রোবন পুকুর খনন করে মাছ চাষের ফলে পানি  নিষ্কাশন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে লতা সেখ জানান,পুকুরের মাঝে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্হা করেছি। আমরা কারো ক্ষতি করিনী। কৃষকদের অভিযোগ,বৃষ্টি হলে বেশির ভাগ সময় পানির পাইপের মুখ বন্ধ থাকে। তখনই তাদের ফসলের পানি উঠে ফসল নষ্ট হয়। কোন কিছু বলতে গেলে নিজের জমিতে পুকুর দিয়েছি বলে নানান ধরণের হুমকি কথা বলে কৃষকদের। তাই এব্যাপারে আনারুল ইসলাম,লিপন,আসারু শেখসহ ভোক্তভোগী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের জমা পানি স্হায়ীভাবে নিষ্কাশনের জন্য ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,কৃষি বিভাগসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

11Shares

শেয়ার করুন