
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষা,ইতিবাচক ভূমিকা আসামি গ্রেফতার ও কর্মস্থলে বিচক্ষণতার সঙ্গে কাজ করার পুরস্কার হিসেবে বাংলাদেশ পুলিশের ( ফোর্স এক্সাম্প্লারী গুড সার্ভিস ব্যাজ (আই জি পি ব্যাজ) পদক পেয়েছেন পুলিশ সদস্য মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১লা মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স আয়োজিত অনুষ্ঠানে আইজিপি বাহারুল ইসলামের হাত থেকে এ পদক গ্রহণ করেন তিনি। মো.দেলোয়ার হোসেন লক্ষ্মীপুরের কমলনগর থানার পুলিশের উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, দেলোয়ার হোসেন পুলিশে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত ভাল কাজ করে আসছিলেন । অপরাধীকে পাকড়াও করে যে কোনো প্রতিকূল পরিবেশে পুলিশের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থেকে ইতিবাচক সাড়া ফেলেছেন পুরো জেলা জুড়ে। এছাড়া দায়িত্বপালনের শুরু থেকে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতারে অপরাধীদের কাছে হয়ে উঠেছেন এক আতংকবাজ পুলিশ।
এতে জেলা পুলিশকে নিয়মিত মুল্যায়ণে সম্মানও কুড়িয়েছেন অনেকবার। এবার পেয়েছেন পুলিশ ফোর্স এক্সাম্প্লারী গুড সার্ভিস ব্যাজ (আই জি পি ব্যাজ) পদক।
তিনি এই পদক উৎসর্গ করেছেন কমলনগর থানার সকল অফিসার ও ফোর্সদেরকে । এই উপহার দেশের মানুষের কল্যাণে আরো বেশি আন্তরিকতার সহিত কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি কমলনগরনাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জেলা পুলিশ সুপার ও এএসপি সার্কেল (কমলনগর-রামগতি) ও কমলনগর থানার ওসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।