শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১১

জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত

0Shares

নিজস্ব প্রতিবেদক: শনিবার, ২৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় নীতি নির্ধারক পরিষদের গুরুত্বপূর্ণ সভা। সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মূল সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। সভায় সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্যবৃন্দ—মোহাম্মদ মনজুর হোসেন, মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল এবং মোঃ আব্দুল মজিদ—গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বক্তব্য পর্বে বক্তারা সারাদেশে সংস্থার বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল কমিটিকে আরও সক্রিয় করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দেন। বিশেষ করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য সংগঠনকে আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

0Shares

শেয়ার করুন