
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলাধীন বিশ্বাস বেতকা আট পুকুর এলাকার বাসিন্দা সন্ত্রাসী উদয় (পিতা: জামিল মিয়া) নিজ ফুফু মাহবুবা আক্তার শিউলি ও ভাগ্নির উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহবুবা আক্তার শিউলি টাঙ্গাইল সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ১০ এপ্রিল সকালে ফুফু মাহবুবা আক্তার শিউলি তার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আলোচনা করতে পিতার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় উদয় তাদেরকে বাসার ভেতরে আটকে রেখে গেট বন্ধ করে বেধড়ক মারধর করে। হামলায় উদয়ের মা সালামাও অংশ নেয়। ভিডিও ফুটেজ ধারণের চেষ্টা করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে শিউলির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে উদয় পালিয়ে যায়। স্থানীয়রা জানান, উদয় একজন চিহ্নিত মাদকাসক্ত ও সমাজবিরোধী। তার বিরুদ্ধে আগেও একটি মেয়েকে জোর করে বিয়ে করার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, উদয় ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। উল্লেখ্য, পূর্বের একটি অভিযোগের তদন্ত দায়িত্বে ছিলেন এসআই নুরুউল্যহ সরকার। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ অভিযোগের তদন্তভারও তাকেই দেওয়া হয়েছে, যা নিয়ে বাদী পক্ষ আপত্তি জানিয়েছে এবং তদন্ত কর্মকর্তার পরিবর্তনের দাবি জানিয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনাটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।