শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:৫৩

কমলনগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

10Shares

 কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এরআগে গত  ১৫ সেপ্টেম্বর ২০২৪ সালে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয় তাকে।
এদিকে, চলতি মাসের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিঃ যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশক্রমে হেলান উদ্দিনের সাময়িক বহিষ্কার আদেশটি প্রত্যাহার করা হয়।


তবে সাত জানুয়ারী (২০২৫) মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন সাক্ষরিত এসংক্রান্ত  একটি পত্র ফেসবুকে পোস্ট করা হয়। এতে বলা হয় আপনার সকল পদের স্থগীতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য আপনাকে কঠোরভাবে সর্তক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

উল্লেখ্য : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে দল থেকে হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে লক্ষ্মীপুর জেলা যুবদল।

10Shares

শেয়ার করুন