
আলম খান : নরসিংদীর শিবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক উষ্ণ ও গঠনমূলক মতবিনিময় সভায় মিলিত হলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাওছার। গত ২ নভেম্বর, রবিবার বাদ আছর উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সাবলীল সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কাওছার বলেন, “জনগণের সেবা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির লক্ষ্য।
সাংবাদিকরা সত্যের পথে আলোর প্রদীপ, তাদের সহযোগিতা ছাড়া সমাজে সৎচেতনা জাগ্রত রাখা সম্ভব নয়।” অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মো. আব্দুল লতিফ খান ও উপজেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য অধ্যাপক আতাউর রহমান। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নেতারা পেশাদারিত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে লেখার গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, আসাদুজ্জামান, নুরুল ইসলাম নূরচান, সাবেক আহ্বায়ক এডভোকেট বদরুল আলম, আলম খান, সাবেক সাধারণ সম্পাদক, আরিফ হাসান, সাংবাদিক মাসুম, ইলিয়াস হায়দার, মোমেন খানসহ আরও অনেকে। সভাপতি এস. এম. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক সাংবাদিকদের ঐক্য ও পেশাগত নীতিবোধ রক্ষার আহ্বান জানান। শেষে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই মতবিনিময় সভা, যা একে অপরের প্রতি শ্রদ্ধা, সহযোগিতা ও দায়িত্ববোধ জাগানোর এক সেতুবন্ধন হিসেবে স্মরণীয় হয়ে থাকে।





