
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় ৭১টি এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার গোসত বিতরণ করা হয়েছে। শনিবার (১নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানা প্রাঙ্গণে এতিমখানাগুলোর প্রতিনিধদের কাছে দুম্বার গোসত বিতরণ করা হয়। সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-শেফা এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাশেদুজ্জামান এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত মিয়া,শাকিল আহম্মেদ বাবু। পিআইও কর্যালয় সূত্রে গেছে, জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলার জন্য ৪৩ কার্টন দুম্বার গোসত বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরে-শেফা বলেন, ‘থানা-পুলিশের সহযোগিতায় ৭১টি এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের জন্য সৌদি সরকারের পাঠনো গোসত বিতরণ করা হয়েছে।’ ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহি রহমান বলেন,’অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। সে কারণেই মাদ্রাসার এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে দুম্বার গোসত সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।





