
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪অক্টোবর) রাত ৮টায় সময় ইসলামপুর উপজেলায় পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সভাপতির গ্রামের বাড়ীতে কর্মী সমাবেশ অনুষ্ঠানে,প্রধান অতিথি ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সভাপতি তিনি ঢাকা থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্য বলেন,আমরা বিশ্বাস করি “ধানের শীষ মানে উন্নয়নের প্রতীক,জনতার আশা।”এই বিশ্বাস থেকেই আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি এবং ইসলামপুর মানুষের অধিকার,উন্নয়ন গণতন্ত্রের ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। এ ছাড়া তিনি আরো বলেন, আমি আশা করি সামনে যে জাতীয় নির্বাচন হবে,সেই নির্বাচনে মহিলাদের সর্বোচ্চ ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে। কর্মী সমাবেশের ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি’র পাথর্শী ইউনিয়নে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক মেম্বার রিয়াজল ইসলাম,সাধারণ সম্পাদক শাহজালাল সরকার,অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,পলবান্ধা ইউনিয়নে সভাপতি পলিন,মহিলা নেত্রী সবুরা বেগম, পাথর্শী ইউনিয়নে মহিলা নেত্রী হাওয়া বেগম,পৌরশহরে ১নং ওয়ার্ড সভাপতি সিদ্দিক,সভানেত্রী আলেমা বেগম ও ৪নং ওয়ার্ড সভাপতি আনার আলী প্রমুখ। কর্মী সমাবেশ সঞ্চালনা করেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সাংগঠনিক সম্পাদক মাছুদুর করিম।


