সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:০৬

ইসলামপুরে বড় পর্দায় তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার সম্প্রচার

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  সাক্ষাৎকার বড় পর্দায় দেখলেন ইসলামপুর পৌর শহরের শতাধিক জনগণ।  শুক্রবার(১০অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ধর্মকুড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখার আয়োজনে করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  এই কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামপুর পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সাক্ষাৎকারে যে ভাষায় কথা বলেছেন যা বাংলাদেশের গণতন্ত্রের সংকট,নির্বাচনের অনিশ্চয়তা আর জনগণের অধিকার। এটা শুধু বিএনপির নেতাকর্মীদের নয়,সাধারণ মানুষেরও কথা।” তিনি আরোও বলেন ,“তারেক রহমানের বক্তব্যে আমরা আন্দোলনের নতুন দিকনির্দেশনা পেয়েছি। তিনি রাজনীতিতে সহিংসতা নয়,যুক্তি ও সংগঠনের পথ দেখিয়েছেন। তাঁর প্রতিটি বাক্যের পেছনে আমরা রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা দেখতে পাই।বিএনপি এখন শুধু ক্ষমতার রাজনীতি করছে না;বরং একটি ন্যায্য, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে।” প্রজেক্টর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ কোষাধ্যক্ষ আজগর আলী,উপজলা ছাত্রদলেন সাবেক সভাপতি মোজাম্মেল হক,পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী,সাবেক ছাত্রেনতা রাজু আহাম্মেদ ও মিতুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রদর্শনীতে উপস্থিত নেতাকর্মীরা বলেন,তারেক রহমানের বক্তব্যে শুনে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন।  তারেক রহমানের বক্তব্য বড়পর্দায় সরাসরি শুনতে পেয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তিনি যে দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছেন, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

0Shares

শেয়ার করুন