লক্ষ্মীপুরের রামগতিতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহে আলমকে (৬০) গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চরবাদম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহে আলম ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। পেশায় ইটভাটার মাঝি।
রামগতি থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফজল যুগান্তরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে তার বিরুদ্ধে থাকা সিআর ১১২৪/২৩ মামলায় গেল মাসের ২৯ তারিখে আদালত তাকে ২৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের সাজা রায় দেন।
মামলার বাদি ও এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া শাহে আলম পেশায় একজন ইটভাটার মাঝি। ২০২২ সালের শেষের দিকে সাজাপ্রাপ্ত শাহ আলম মামলার বাদি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা ও মেসার্স ফ্রেন্ডস ব্রিকস এর স্বত্বাধিকারী আরিফুর রহমান বাপ্পির ইটভাটায় তৈরি করা ইট এক সিজন লোড-আনলোড করার চুক্তিতে ৪০জন শ্রমিক দেওয়ার কথা বলে ৪০ লাখ টাকা নেন। টাকা গ্রহণ করার পর বিভিন্ন অজুহাতে মাত্র ১৪জন শ্রমিক দিতে সক্ষম হন। এতে ওই বছর বাদির অন্তত অর্ধোকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
অন্যদিকে বিবাদী শাহআলম শ্রমিকদের মাথাপিছু হিসেবে নেয়া ২৪ লাখ টাকা ফেরত না দিয়ে আত্মগোপন করেন। যে কারণে বাদি আদালতের দারস্থ হয়ে ২০২৩ সালে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ দুই বছর মামলাটি পর্যালোচনা করে আসামীর ২৪ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে একবছর সাজার রায় দেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গ্রেফতার শাহে আলমকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে। নিয়মানুযায়ী আদালত তাকে কারাগারে পাঠাবেন।
এমএসএস.কে