মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৪০

ইসলামপুরে সাপধরীতে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধে জেলেদের প্রণোদনা 

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ যমুনা নদীতে ইলিশ মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ডিমওয়ালা মা মাছ ধরা থেকে বিরত থাকুন। এই লক্ষ বাস্তবায়নে জন্য সরকারী সহযোগীতায় বুধবার(৮অক্টোবর) সকালে  সাপধরীর ৩২৪ জন জেলেদের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সাপধরী ইউনিয়ন পরিষদ আয়েজিত জেলেদের মাঝে সরকারী প্রণোদনার চাল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল।  এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য ও সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী বলেন, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এসময়ে সারাদেশে ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদকরণ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এই সময়ে জেলেদের খাদ্য সহযোগীতার জন্য সরকার ২৫ কেজি করে চাল বরাদ্দ করেছেন। তাই সকল জেলে ভাইদেরকে তিনি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান।  ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান,প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াদুদ,ইউপি সদস্য মোজাফ্ফর প্রামানিক, হাজি শাহজাহান আলী মন্ডল প্রমুখ।

0Shares

শেয়ার করুন