আলম খান : শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক আয়োজন — পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ শিবপুর (প্রজ্জ্বলন) আয়োজিত “সৃজনশীল মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক সন্ধ্যা”। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — “আলোকিত শিবপুর গড়াই আমাদের অঙ্গিকার।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিবপুরের জনপ্রিয় জননেতা আকরামুল হাসান মিন্টু মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্কেস্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল মামুন নিলয়সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন প্রজ্জ্বলনের সভাপতি জিয়াউল হক অমিত, আর সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিশাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের সাবেক সহ-সভাপতি হাসান মাহমুদ সৃজন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ, সাবেক সভাপতি সাইফুল্লাহ খান, বর্তমান সাধারণ সম্পাদক স্পন্দন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিজয় ৭১ হলের সাবেক সাধারণ সম্পাদক বিএম কাউছার মাহমুদসহ প্রজ্জ্বলনের প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ। সন্ধ্যার আবহে শিবপুর বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল উৎসবমুখর। তরুণদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার প্রকাশে মুখরিত ছিল চারপাশ। সংগীত, কবিতা, নৃত্য ও নাটকের মেলবন্ধনে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। বক্তারা বলেন, তোমাদের সফলতা ধারা অব্যহত রাখতে হবে, পাশাপাশি মেধা বিকাশে শিবপুরে এই ধরনের আয়োজন আরও দরকার। তরুণের হৃদয়ে যে প্রজ্জ্বলনের শিখা জ্বলে, সেই আলোয় আলোকিত হবে আগামী দিনের শিবপুর। অনুষ্ঠানের শেষে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।