
লক্ষ্মীপুরের রামগতিতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সাধারণ মহিলাদেরকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কামরুল ইসলাম মেম্বার বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি -কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিনেে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান।
এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।