মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

রামগতিতে সার ডিলারদের মানববন্ধন

8Shares

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার নিয়োগপ্রাপ্ত বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা।  বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রামগতি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা) (ইউএনও) বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

এসময় নিয়োগপ্রাপ্ত ডিলারগণ বলেন, চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখে কয়েকটি অনলাইন ও ফেসবুকে “রামগতিতে সার উত্তোলনের আগেই টাকা দিতে হয় কৃষি কর্মকর্তাকে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান ও কৃষি অফিসের মান ক্ষুন্ন করা হয়েছে। একটি মহল কৃষি অফিস থেকে অবৈধ সুবিধা নিতে না পেরে কৃষি কর্মকর্তা ও অফিসকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসব অপপ্রচারকে গুজব উল্লেখ করে তারা বলেন,উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। চলতি মাসের ১৮ তারিখে নোয়াখালীর সুবর্ণচর ও রামগতি উপজেলার সিমান্তবর্তী তেগাছিয়া বাজার এলাকার মুরাদের দোকান থেকে অবৈধ ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেন কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান। সার জব্দ করার পর থেকে কতিপয় ব্যক্তি কৃষি কর্মকর্তাকে নানা হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই দুটি অনলাইন পোর্টালে কৃষি কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট গল্প তৈরী করে ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে।

ডিলাররা বলেন, নিয়মমাফিক আমরা সার উত্তোলন করি। সার উত্তোলনের আগে কৃষি কর্মকর্তা বা অন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রশ্নই আসেনা। অবৈধ লেনদেনের অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শেখ ফরিদ বাচ্চু,আবুল কালাম,নুরনবী,মো. রিয়াজ, রাকিব হোসেন ও শাহআলম প্রমুখ।

8Shares

শেয়ার করুন