বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৪৮

রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীণ বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0Shares

আসাদুজ্জামান বাদল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীণ বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। আজ (২১ সেপ্টেম্বর) রবিবার সকালে নরসিংদী রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর আজীবন দাতা সদস্য মো. শহিদুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি শুনেছি কলেজের বাউন্ডারি না থাকায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যেমন কলেজের ভেতরে বহিরাগতদের আড্ডা, গরু-ছাগলের বিচরণ, বখাটে পোলাপানের মাদক সেবন ও অন্যান্য অপকর্মের সুযোগ তৈরি হওয়া, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। এর ফলে, ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই যতদ্রুত সম্ভব কাগজপত্র রেডি করে আমাকে দিলে আমি এটা নিয়ে কাজ করবো যেন কাজটা অতিদ্রুত হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে, দেশের বড় বড় জায়গায় মেয়েরা দায়িত্ব পালন করেছে, আমি আসা করি একদিন তোমরাও দেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এই দেশের নেতৃত্ব দেবে। পরে তিনি দেশের বিখ্যাত বিখ্যাত নারীদের কথা উল্লেখ্য করেন। এর আগে তিনি কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেই কলেজ এর সামনে থাকা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক খোন্দকারের কবর জিয়ারত করেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উক্ত কলেজের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউল হক সেলিম,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের আজীবন দাতা সদস্য, জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মিতুল খন্দকার, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মফিজুল ইসলাম, গ্রাম বাংলা আদালতের কো-অর্ডিনেটর মনি আক্তার, চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদুর রহমান, সাবেক আঞ্চলিক বন কর্মকর্তা ও উক্ত কলেজের আজীবন দাতা সদস্য গিয়াস উদ্দিন, ছাতক থানার এস আই, সোহেল খন্দকার, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, উক্ত কলেজের সিনিয়র শিক্ষক, এজাজুল হক, উক্ত কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া আক্তার ও নবীন শিক্ষার্থী সাবিকুন নাহার সহ এলাকার গুনীজন।

0Shares

শেয়ার করুন