মিজানুর রহমান: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল রাত ৮ ঘটিকায় বিএনপির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাইফুর রহমান রানা। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলাল, কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল ব্যাপারী,সাবেক সাংগঠনিক সম্পাদক রুহল আমিন, সিনিয়র সহ-সভাপতি হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজামাল মিয়া প্রমুখ। এসময় প্রধান অতিথি সাইফুর রহমান রানা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাসী।আগামী নির্বাচনে সাধারণ জনগণ সংখ্যাাগরিষ্ঠ ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে বিএনপিকে সংসদে পাঠাবেন। এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সকল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ নদী ভাঙ্গন রোধে কাজ করব।