
মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো: তাজুল বিজয় লাভ করেছেন। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ শত ৪৯ টি এর কাস্টিং ভোট ২ শত ৪১ টি। উক্ত নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসমিন আলী সরকার ভোট পেয়েছেন ১ শত ০৭টি, অপরদিকে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম ১ শত ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডভোকেট আবুল কাশেম ভোট পেয়েছেন ১ শত ১২টি। অপরদিকে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার তাজুল ইসলাম ১শত ২০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাতিল পড়েছে ৭ টি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সরদার মো:তাজুল ইসলাম জানান জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি।সকল আইনজীবীগণ কে সাথে নিয়ে বারের উন্নয়ন কাজ চলে যাবে। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট তাঁদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।