বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৩৯

কমলনগরে বিয়ের দাবিতে তরুণীর অনশণ, ফাঁস দিয়ে মরার হুমকি!

9Shares

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিক ফারুকের বাড়িতে অনশনে বসেছেন মোসা.শাহিনুর আক্তার (১৭) নামের এক তরুণী। 

তরুণীর অভিযোগ, ছয় বছর আগে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী ফারুক তার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় ।  সম্পর্কে জড়ানোর কিছুদিন পর সৌদি আরব চলে যান প্রেমিক ফারুক । সেখানে থেকে মোবাইল ফোনে নিয়মতিভাবে ভিডিও কলে কথা হতো দু’জনার। ফারুকের অনুরোধে অনেকটা অন্তরঙ্গ ও খোলামেলা অবস্থায় কথা বলতে বাধ্য হতেন তরুণী । সৌদি আরব থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে দীর্ঘ ৫ বছর ধরে এভাবেই সম্পর্ক চলে আসছিল দু’জনার মধ্যে।  তার ধারণা অন্তরঙ্গ মুহুর্তে ও শারীরিক স্পর্শকাতর কোনো স্কীর্ণসর্ট অথবা স্কীর্ণ ভিডিও ধারণ করে রাখতে পারে ফারুক।


এরই মধ্যে সপ্তাহখানেক হয় ফারুক সৌদি আরব থেকে বাড়িতে আসে এবং তরুণীর সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। অন্যদিকে পরিবারের লোকজন ফারুককে বিয়ে করাতে অন্যত্র পাত্রী ঠিক করেন। বুধবার ফারুক বিয়ে করতে যাচ্ছেন এমন খবর পান তরুণী। যে কারণে বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে এসে অনশনে বসেন তিনি


তরুণী আরও জানান, সকাল থেকে আমি অনশন করছি। ফারুক আমাকে বিয়ে না করলে গলায় ফাঁসি দেব।
বুধবার দুপুরে উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার ছলারবাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রেমিক মো. ফারুক ওই বাড়ির আব্দুল হাসিমের ছেলে। ভুক্তভোগী তরুণী একই এলাকার আবদুল মালেকের মেয়ে।

স্থানীয় প্রতিবেশী আবদুল কাদের বলেন, সকাল থেকে দেখছি শাহিনুর অনশনে রয়েছেন। ছেলের পরিবারের লোকজন তাকে সহ তার বড় বোন মাহিনুরক টেনেহিঁচড়ে ঘর থেকে বেড় করে দিতে দেখেছি। দু’পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা হওয়া দরকার বলে জানান তিনি। 
ফারুকের চাচা মো. হিরন বলেন, সকালে শাহিনুর বিয়ের দাবিতে আমাদের বাড়িতে আসার পর আমরা পরিবারের সদস্যদের মধ্যে একটি আলোচনা হয়েছে । বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।


চর মার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য তারেক রহমান রকি জানান, ফারুকের সাথে সম্পর্ক থাকার বিষয়টি তরুণীর পরিবার তাকে জানিয়েছেন।  শুক্রবার বিষয়টি মিমাংসা করার জন্য দুই পরিবারের লোকজন নিয়ে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন কি কারণে তরুনী অনশনে বসেছে এবিষয়ে খোঁজ নিবেন বলে জানান তিনি।


অভিযুক্ত ফারুকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, এবিষয়ে কেউ কিছু জানায়নি।  অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

9Shares

শেয়ার করুন