নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে জেলা নির্বাচন কমিশনার টাকার বিনিময়ে এন আই ডির বয়স নাম ঠিকানা পরিবর্তন ও সংশোধন করে থাকেন বলে অভিযোগ উঠেছে।
সুত্রমতে, নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মিষ্টন মিয়া পিতা আবজল হোসেন মাতা ফরিদা বেগম ঠিকানা হোল্ডিং হেলাল উদ্দিনের বাড়ি থানা জেলা নরসিংদী নামক এনআইডি নং ৪৬০৩৫২৭১৭৯ এর কাছ থেকে ৩০০০০ টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বয়স ১৯৮৪ জায়গায় ১৯৯০ জন্ম সনদ করে দেন। বয়স পরিবর্তনের সময় প্রথম আবেদন করেন জেলা কমিশনারের কাছে অনলাইনে আবেদন করেন তা তিনি বাতিল করে দেন টাকা না দেওয়ার কারণে। পরে ৩০ হাজার টাকা রফা দফা করার পর দ্বিতীয়বার আবেদন করে বয়স সংশোধন করে নেন।
জানা গেছে তিনি ২০২৩ সালে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হয়ে জেলা নির্বাচন কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ এ নরসিংদী জেলায় দায়িত্ব বার গ্রহণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কর্মচারী জানান তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে অফিসে অনিয়ম ও দুর্নীতি করে অনেক টাকা কামিয়েছেন। অফিসে রয়েছে উনার নির্দিষ্ট করা লোকজন তাদের মাধ্যমে তিনি প্রত্যেক ফাইলে টাকার বিনিময়ে কাজ করে থাকেন মোটা অংকের টাকা না হলে তিনি কোন ফাইলের সই করেন না বলে জানায় ওনার সাথে কথা না হলে উনি ক্যাটাগরি পরিবর্তন সংযোজন করেন । বিগত আওয়ামী লীগের সরকারের আমলে উনি এসব অপকর্ম করে তা পার পেয়ে গেছেন বলে এখনো তা করে যাচ্ছেন। তাই নরসিংদী জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহীন আকন্দের বিরুদ্ধে আনীত অভিযোগ সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে নরসিংদীবাসী।