লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আলোচিত ভূমিদস্যু ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবরে তার দমণপীড়ন ও প্রতারণার শিকার শতাধিক কৃষকের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হোসেন উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকায় মো. ইউসুফের ছেলে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হোসেনের বিরুদ্ধে এলাকার শতাধিক লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ ও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগে রয়েছে। পাশাপাশি প্রভাব খাঁটিয়ে নিরীহ কৃষকের জমি জবর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় প্রভাব বিস্তার করতে গিয়ে তার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন কৃষক। এসব অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় ৯টি মামলা রয়েছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, হোসেন ওরফে হোসেন সমস্যা এলাকায় চিহ্নিত ভূমিদস্য। তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও মারামারির অভিযোগে কমলনগর থানায় ৯ টি মামলা রয়েছে। তাকে সকালে লক্ষ্মীপুর জেলা আদালতে সোপর্দ করা হবে।