শনিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১০:২৮

শিবপুরে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরাম হাসান মিন্টু মোল্লা কর্তৃক  বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

1Shares

আলম খান :শিবপুর উপজেলাধীন দুলালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের গণমানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টু। তার সাথে উপস্থিত ছিলেন খোরশেদ মোল্লা, এম আর খান রাজিব, আনোয়ার হোসেন আফ্রাদ, শেখ জাকারিয়া, সজিব ফকির, সজিব খান, সাজিম খান, দেলোয়ার মোল্লা, ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি অঙ্গীকার, আর ফুটবল বিতরণের মাধ্যমে তরুণদের প্রাণশক্তি জাগিয়ে তোলার প্রয়াস—দুই মিলেই কর্মসূচি হয়ে উঠলো প্রাণবন্ত। ফুটবল হাতে পেয়ে ক্রীড়ামোদী ছেলেরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। “ক্রীড়া ই শক্তি, ক্রীড়া ই বল”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সবুজ গাছের মতোই খেলাধুলার উচ্ছ্বাস সমাজে ছড়িয়ে দেবে জীবনমুখী শক্তি, নতুন প্রজন্মকে গড়ে তুলবে সুস্থ, সবল ও আলোকিত মানুষ হিসেবে।

1Shares

শেয়ার করুন