
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরশহরে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের শিকার প্রতিবাদে ভুক্তভোগী ভেঙ্গুরা গ্রামের নিজবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩সেপ্টেম্বর) দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ি দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে সংবাদ সম্মেলনে জিয়া পরিবারের অন্যান্যরা অভিযোগ করেন,জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষ আতাউর রহমান গংদের সাথে কোন মারামারি ঘটনা না ঘটলেও। উল্টো আমাদের উপর ষড়যন্ত্রমূলক দুইটি মিথ্যা মামলা দায়ের করে নানান ভাবে হয়রানি ও ভয়-ভীতি দেখাচ্ছে। এছাড়াও সম্প্রতি আমার নিজ বাড়ির বাইরে আঙ্গিনায় পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা ও উজ্জল সরকারগংরা আমাদের পরিবারের উপর হামলা চালায়। উক্ত হামলা ঘটনায় অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে পেটে লাথি মেরে রক্তপাত ঘটায়, যার ফলে তার গর্ভপাত ঘটে। এই ঘটনার পরও তারা আবারও আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে প্রায় ২০ দিন যাবত আমার ভাই সাইফুল ইসলাম,মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠিয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তভোগীরা সঠিক ঘটনা প্রকাশ ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।