লক্ষ্মীপুরের রামগতিতে আদালতের নির্দেশ অমান্য করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নতুনবাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানিয়েও কোন ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুল মান্নান লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকীর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা দিয়ে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এবং রামগতি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আব্দুল মতলব ও শাহাদাত ওই জমিতে কয়েকটি দোকান নির্মাণ করেন।
মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নতুনবাজারে শামসুদ্দিনের কাছ থেকে দোকান নির্মাণের জন্য ১০ শতাংশ জমি ক্রয় করেন আব্দুল মতলব। সেখানে তিনি একটি দোকান নির্মাণ করেন। বাকি জমিতে পরে সময় করে দোকান নির্মাণ করবেন বলে খালি রাখেন। এর মধ্যে ওই এলাকার আব্দুল মতলব ও শাহাদাত হোসেন ওই জমিগুলোতে জোর জবর দখল করে দোকান নির্মাণ করেন। বিষয়টি তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিকভাবে গন্যমান্যদের জানিয়েও কোন ধরনের সমাধান পাননি বলে অভিযোগ করেন আব্দুল মান্নান।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন,আদালতের আদেশকে অমান্য করে আব্দুল মতলব ও শাহাদাত আমার ভিটি দখল করে দোকান নির্মাণ করেছেন। এরা আইন আদালত কিছুই মানেননি। রামগতি থানার ওসিকে বিষয়টি জানালেও তারা কোন প্রদক্ষেপ নেননি। আমি ন্যায় বিচার চাই।
বাদীর আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান নির্মাণ করলে তা বন্ধ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর।
অভিযুক্ত শাহাদাত হোসেন বলেন, দোকানের জন্য এই দাগে আমরাও জমি ক্রয় করেছি। আমরা আমাদের জায়গায় দোকান নির্মাণ করেছি।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজ করা সম্পুর্ন অন্যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হবে। প্রমানিত হলে আইনগন ব্যবস্থা নেওয়া হবে।