শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২৭

শোডাউনে দুর্নীতিমুক্ত রামগতি-কমলনগর গড়ার অঙ্গীকার

38Shares

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর পক্ষে শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। শোডাউনে প্রার্থী নিজেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় কয়েশ মোটরসাইকেল ও পিক-আপবর্তী কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ ও পথসভা করেন দলটি।

বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুর ২টা থেকে কমলনগর উপজেলার তোরাবগন্জ  বাজার থেকে চরলরেন্স, হাজিরহাট, করুনানগর হয়ে রামগতি উপজেলার জমিদারহাট,আলেকজান্ডার, রামদয়াল, বিবিরহাট, রামগতি বাজার হয়ে ফজুমিয়ারহাট এসে পথসভার কাজ শেষ করেন। দলীয় প্রতীক হাতপাখা হাতে নিয়ে পথসভা ও গণসংযোগ করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে হাটবাজারগুলো।

পথসভায় বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, দুইবারের ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছি। একটি টাকাও দুর্নীতি করিনি। রামগতি-কমলনগরের উন্নয়নে এবার সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মানে আলেমদের নেতৃত্বে আমরা পরিবর্তন আনতে চাই। যেই পরিবর্তনে বাংলাদেশ হবে বিশ্বে ন্যায় ইনসাফের উদাহরণ। রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙনরোদ, কৃষি উন্নয়ন, জেলে সম্প্রদায়ের জিবনমান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বাসস্থান নিশ্চিত করণ,ভূলুয়া নদী খনন, গরীব অসহায় মানুষের জন্য আসা সকল বরাদ্দ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ অবহেলিত এই জনপদের জনগোষ্ঠীর জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য। সর্বোপরি দুর্নীতিমুক্ত রামগতি-কমলনগর উপহার দিতে চাই। এই লক্ষ্যে দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক সকল ভোটারদের সার্বিক সহযোগীতা নিয়ে আমি সংসদ নির্বাচন করতে চাই। আমি কোন দলের এমপি হতে চাইনা। আমি রামগতি-কমলনগরের সকল  ধর্মের মানুষের এমপি হতে চাই।

এসময় বক্তব্য রাখেন- কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি মুফতী শরীফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন, রামগতি উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন তাহেরী, মুফতী হারুনুর রশীদ, মাওলানা নুরুল্লাহ খালিদ, মাওলানা হোসাইন আহমদ সহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

38Shares

শেয়ার করুন