
এফ আই রানা পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট -১ আসনের দায়িত্বশীলদের নিয়ে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬আগষ্ট)সকালে জেলার হাতিবান্ধা উপজেলা জামায়াত অফিসের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এ্যাডভোকেট মো:আবু তাহেরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান,লালমনিরহাট-১ (হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট -৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন অর রশিদ প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার উপজেলা এবং ইউনিয়নের সকল দায়িত্বশীলরা অংশ গ্রহণ করেন।