নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে মা-বাবার সাথে অভিমান করে মাহফুজুর রহমান (২২) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শবিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজীর চর এলাকার বিলাইগো বাড়ীতে এ ঘটনা ঘটে। মাহফুজ ওই এলাকার সায়দুল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, এক বছর ধরে পারিবারিক কলহের জের ধরে মাহফুজের সাথে তার মা-বাবার সাথে বিরোধ চলছিল। এর মধ্যে গত রমজানের ঈদের পর মা-বাবার সাথে অভিমান করে বিষ পান করে মাহফুজ। পরে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান তাকে। এর কিছু দিন পর আবারো শুরু হয় তাদের সাংসারিক বিরোধ। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে ছেলে ও মা বাবার। এর জের ধরে শনিবার ১৫ আগস্ট ভোরে মাহফুজ তার নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠান।
কাজিরচর এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১ টা পর্যন্ত মাহফুজ মোল্লা বাজারের চায়ের টেবিল আড্ডা দেন। রাত ১২ টার দিকে বাড়ীতে চলে যায়। সকালে শুনি তার নিজের বাড়ীতে সে আত্মহত্যা করেন। তবে মাহফুজের সাথে তার মা বাবার ঝগড়াঝাটি সব সময় লেগেই থাকতো। বিষয়টি এলাকাবাসী অনেকবার সমাধানের চেষ্টা করেছিল। আত্মহত্যার করার আগে চারদিন ধরে মাহফুজ তার মা বাবার সাথে অভিমান করে বাড়ীতে খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলো বলে জানান এলাকাবাসী।
নোয়াখালী সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মাহফুজ পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।