লক্ষ্মীপুরে ভুয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কমিটি গঠনের অভিযোগ উঠেছে। প্রতারণা ও মিথ্যা তথ্য দিয়ে এধরণের একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্থানে নিজেদের পরিচয় জানান দেন। সম্প্রতি এই কমিটির আত্মপ্রকাশের খবর ছড়িয়ে পড়লে জেলাব্যাপী মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জেলা ইউনিট কমান্ডের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম জানান, লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডের আওতাধীন কমিটির অনুমোদনের জন্য দুটি কমিটি প্রস্তাব করা হয়। কেন্দ্রীয় কমান্ড থেকে সমন্বয় করে কমিটি প্রস্তাবের নির্দেশ দেওয়া হলেও দুই একজন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অ-মুক্তিযোদ্ধাদের নিয়ে গত ১৭ জুলাই ২০২৫ প্রতারণা ও তথ্য গোপন করে করে একটি তালিকা সম্পূর্ণ একতরফাভাবে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। একমিটির মোবারক হোসেন, তোফায়েল, রফিক, গিয়াসউদ্দিন, মফিজ মাষ্টারসহ আরো অনেকেই অ- মুক্তিযোদ্ধা।
তবে এর মধ্যে মুক্তিযোদ্ধা দাবিদার মফিজ মাস্টার কোন স্কুলের মাস্টার এবং নিজেকে সাংবাদিক দাবি করেন তিনি কোন পত্রিকার সাংবাদিক সেটিও জানতে চান সচেতন মহল?
এ নিয়ে মুক্তিযোদ্ধা সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ সময় বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা
অভিযোগ করে বলেন, অনুমোদনের জন্য প্রেরিত কমিটির ১১ নম্বর সদস্য সামছুদ্দিন উদ্দিন নামে কোনো মুক্তিযোদ্ধা নেই। তাছাড়া ওই নামের পাশে ভুয়া গেজেট নম্বর (গেজেট নং-৫৭৮) উল্লেখ করা হয়েছে। অথচ উক্ত গেজেট রামগঞ্জের সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহম্মদের নামে প্রকাশিত। এতে মুক্তিযোদ্ধা তালিকায় জালিয়াতি ও চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ বিষয়ে গত ৫ আগস্ট ২০২৫ তারিখে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে এক বৈঠকে মুক্তিযোদ্ধারা বলেন, অবিলম্বে এ ধরনের ভুয়া কমিটির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার ব্যবস্থা নেয়ার দাবি তোলেন মুক্তিযোদ্ধারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা সদস্যরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ডের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও প্রস্তাবিত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম পাটোয়ারী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।
এদিকে জেলার মুক্তিযোদ্ধা, তাদের পরিবার এবং সুশীল সমাজ মনে করেন, ২৩ সালে গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়ে মফিজুর রহমান মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন। তিনি নিজেকে কোথাও সাংবাদিক কোথাও মাস্টার আবার সম্মান বাঁচাতে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জেলায় বালু তোলা থেকে শুরু করে ব্যাটারি চালিত অটো রিক্সা কমিটি গঠন করে ব্যাপক চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ভুয়া কমিটির গঠনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ